হানাফি মাজহাবের আলোকে নামাজের দাঁড়ানো অবস্থার সুন্নতগুলো হলো—
১. তাকবিরে তাহরিমার সময় সোজা হয়ে দাঁড়ানো অর্থাৎ মাথা ঝুঁকাবে না। (আল বাহরুর রায়েক : ১/৩০২)
সিজদার স্থানে দৃষ্টি রাখা। (আল বাহরুর রায়েক : ১/৩০৪)
২. উভয় পায়ের মাঝে চার আঙুল পরিমাণ ফাঁকা রাখা এবং পায়ের আঙুল কিবলার দিকে রাখা। (ফাতহুল ক্বাদির : ১/২৫৮)
৩. মুক্তাদির তাকবিরে তাহরিমা ইমামের সঙ্গে হওয়া। (বাদাইউস সানায়ে : ১/২০০)
৪. তাকবিরে তাহরিমার সময় উভয় হাত কান পর্যন্ত ওঠানো। (বাদাইউস সানায়ে : ১/১৯৯)
৫. হাতের তালু কিবলার দিকে রাখা। (আল বাহরুর রায়েক : ১/৩০২)
৬. আঙুলকে নিজ অবস্থায় রাখা, অর্থাৎ বেশিও খোলা রাখবে না, কমও খোলা রাখবে না। (আদ্দুররুল মুখতার : ১/৪৭৪)
৭. ডান হাতের তালু বাঁ হাতের পিঠের ওপর রাখা। (ফাতাওয়ায়ে তাতারখানিয়া : ১/৫৩১)
৮. কনিষ্ঠ ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা হালকা বানিয়ে কবজিকে ধরা। (ফাতাওয়ায়ে হিন্দিয়া : ১/৭৩)
৯. নাভির নিচে হাত বাঁধা। (তাবঈনুল হাকায়েক : ১/১০৭)
১০. নাভির নিচে হাত বাঁধা। (তাবঈনুল হাকায়েক : ১/১০৭)
১১. সানা পড়া। (হিদায়া : ১/১০২)
গ্রন্থনা : সাআদ তাসফিন
মন্তব্য