kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

কবিরা গুনাহ-৪

নামাজ ত্যাগ করা

ইমাম শামসুদ্দিন জাহাবি (রহ.)   

২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঈমানের পর নামাজই সবচেয়ে গুরুত্ব ইবাদত। ইসলামী শরিয়তের বিধান মতে, প্রত্যেক সুস্থ ও স্বাভাবিক মুসলিম নর-নারীর ওপর নামাজ ফরজ এবং তা ত্যাগ করা কবিরা গুনাহ। আল্লাহ পবিত্র কোরআনে একাধিকবার নামাজের নির্দেশ দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) নামাজকে ইসলামের অন্যতম স্তম্ভ এবং জান্নাতে প্রবেশের চাবি বলেছেন। মহান আল্লাহ বলেন, ‘তাদের পর এলো অপদার্থ বংশধর। তারা সালাত নষ্ট করল ও লালসার বশবর্তী হলো। সুতরাং তারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে। কিন্তু তারা নয়, যারা তওবা করেছে, ঈমান এনেছে ও নেক কাজ করেছে।’ (সুরা : মারইয়াম, আয়াত : ৫৯-৬০)

মহানবী (সা.) বলেন, ‘কোনো মুমিন ব্যক্তি ও শিরক-কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা।’ (সহিহ মুসলিম)

অন্য হাদিসে এসেছে, ‘আমাদের ও তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে তা পরিত্যাগ করল সে অবিশ্বাসী হয়ে গেল।’ (মুসনাদে আহমদ, হাসি : ২১৮৫৯)

 

মন্তব্যসাতদিনের সেরা