kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

প্রশ্ন-উত্তর

২৪ ঘণ্টা সূর্য থাকা স্থানে নামাজ

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : পৃথিবীর যেসব স্থানে ছয় মাস দিন ও ছয় মাস রাত এবং ২৪ ঘণ্টা দিন ও ২৪ ঘণ্টা রাত, সেসব স্থানে পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? তার সঠিক বিবরণ জানতে চাই।

—জালিস মাহমুদ, ফার্মগেট, ঢাকা

 

উত্তর : উল্লিখিত স্থানগুলোতে প্রতি ২৪ ঘণ্টায় হিসাব করে সময় ভাগ করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। অথবা এ ক্ষেত্রে নিকটবর্তী দেশ, যেখানে নিয়মিত সূর্য উদয়-অস্ত হয়, সেখানকার নামাজের সময় হিসাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। (আদ্দুররুল মুখতার : ১/৩৬২, রদ্দুল মুহতার : ১/৩৬২, ইমদাদুল ফাতাওয়া : ১/১৭৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/১৬৩)

 

মন্তব্যসাতদিনের সেরা