kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

প্রশ্ন-উত্তর

মুসল্লি মেহরাবে গিয়ে নামাজ পড়তে পারবে?

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : মসজিদের মিহরাবে ইমাম ছাড়া অন্য কোনো মুসল্লি যেকোনো সময় নামাজ পড়তে পারবে কি না?

 

উত্তর : ফরজ নামাজ শেষে মিহরাব খালি থাকাকালে ইমাম ছাড়া যেকোনো মুসল্লি মিহরাবে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। শরিয়তের পক্ষ থেকে এতে কোনো আপত্তি নেই। (ফাতাওয়ায়ে দারুল উলুম : ৪/১৪০-১৪২, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৯৫)

 

মন্তব্যসাতদিনের সেরা