kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

তাইওয়ানের বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজের ব্যবস্থা

ইসলামী জীবন ডেস্ক   

১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতাইওয়ানের কিনম্যান কাউন্টি আইল্যান্ডে অবস্থিত ন্যাশনাল কিউমোয় ইউনিভার্সিটি (এনকিউইউ)-র মুসলিম শিক্ষার্থীদের নামাজ আদায়ের স্থান উন্মুক্ত করা হয়। গতকাল বুধবার (১৮ নভেম্বর) বিশেষ আয়োজনের মাধ্যমে নামাজের স্থানটি উন্মুক্ত করা হয়। দেশের অন্য অঞ্চলের মুসলিম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক বৈচিত্র্য আনতে সবাইকে উদ্বুদ্ধ করতে একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে নামাজের ব্যবস্থা করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ইন্দোনেশিয়ার কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে নামাজ আদায়ের সুনির্দিষ্ট স্থান করার আবেদন জানিয়েছিল। সাম্প্রতিককালে মুসলিম শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করতে তাইওয়ানের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পৃথকভাবে নামাজের সুব্যবস্থা করা হচ্ছে।

সূত্র : তাইওয়ান নিউজ

মন্তব্যসাতদিনের সেরা