kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

অক্সফোর্ড সেন্ট্রাল মসজিদে খাবার বিতরণের উদ্যোগ

ইসলামী জীবন ডেস্ক   

১ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্কুলগামী শিশুদের জন্য বিনা মূল্যে খাবার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে অক্সফোর্ডের কেন্দ্রীয় মসজিদ। শীতকালীন ছুটিতে স্কুলগামী ক্ষুধার্ত শিক্ষার্থীদের এ খাবার দেওয়া হবে। সপ্তাহের সোমবার থেকে শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মসজিদে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করে উদ্যোক্তারা। উদ্যোগের ব্যবস্থাপনা পরিষদের সদস্য ফয়সাল আজিজ বলেন, ‘প্রকল্পের আর্থিক সহায়তা থেকে মসজিদ সব খাবার বিতরণের ব্যবস্থা করবে।’ তিনি আরো বলেন, ‘মহানবী মুহাম্মদ (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়। তিনি অসহায় ও অভাবীদের অন্নের ব্যবস্থা করতেন, ক্ষুধার্তদের খাবারের ব্যবস্থা করতে মুসলিমদের উৎসাহ দিতেন। যেকোনো ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর সদস্য খাবার নিতে পারবে। আমরা স্থানীয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।’ অক্সফোর্ডের অধিবাসী আবদুল আজিজ জানান, ‘ইসলামফোবিয়া ও বিদ্বেষ কমাতে এ ধরনের উদ্যোগ সমাজের সবার মধ্যে ভালোবাসা ও সম্প্রীতিবোধ তৈরি করবে।’ সূত্র : অক্সফোর্ড মেইল

মন্তব্যসাতদিনের সেরা