kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

আলজেরিয়ায় বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন

ইসলামী জীবন ডেস্ক   

১ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআলজেরিয়ায় বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন

গত বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন করা হয়েছে ‘আলজেরিয়া গ্র্যান্ড মস্ক’। মহানবী (সা.)-এর জন্মদিন উপলক্ষে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের তৃতীয় বৃহৎ এ মসজিদটির যাত্রা শুরু হয়। সৌদি আরবে অবস্থিত মসজিদুল হারাম ও মসজিদ-ই-নববীর পর এটিই বিশ্বের বৃহত্তম এবং আফ্রিকার সর্ববৃহৎ মসজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলজেরিয়ার প্রধানমন্ত্রী আবদুল আজিজ দেজেরাদ। প্রেসিডেন্ট আবদুল মজিদ তেবুনির মসজিদের প্রার্থনাকক্ষ উদ্বোধন করার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পারেননি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, আগামী সপ্তাহে মসজিদটি সাধারণ মানুষের ইবাদতের জন্য খুলে দেওয়া হবে। মসজিদটি নির্মাণে আন্দালুসীয় (মুসলিম স্পেন) ও আধুনিক স্থাপত্যরীতি অনুসরণ করা হয়েছে। ২০১২ সালে মসজিদের নির্মাণকাজ শুরু হয়। এতে একসঙ্গে এক লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে এবং ভূগর্ভস্থ এক লাখ ৮০ হাজার বর্গমিটার স্থানের ওপর তিনতলা গাড়ি পার্কিং স্থান নির্মাণ করা হয়েছে। এ ছাড়া মসজিদের আওতাধীন ১৬ হাজার বর্গমিটার আয়তনের দুটি কনফারেন্স হল, একটি দুই হাজার আসন ক্ষমতাসম্পন্ন পাঠাগার রয়েছে। সূত্র : মিডলইস্ট মনিটর

মন্তব্যসাতদিনের সেরা