kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

সাবেক ফরাসি প্রেসিডেন্ট

সন্ত্রাসীদের সঙ্গে মুসলিমদের মিলিয়ে ফেলা উচিত নয়

ইসলামী জীবন ডেস্ক   

১ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসন্ত্রাসীদের সঙ্গে মুসলিমদের মিলিয়ে ফেলা উচিত নয়

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সতর্ক করে বলেছেন, ‘সন্ত্রাসীদের মুসলমানের সঙ্গে মিলিয়ে ফেলা উচিত নয়।’ শুক্রবার সকালে এক টিভি অনুষ্ঠানে নিস শহরে ছুরিকাঘাতের ঘটনার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। ওলাঁদ আরো বলেন, এই ‘ইসলামপন্থী’ সন্ত্রাসীরা বিভিন্ন ধর্মের ভেতর যুদ্ধ তৈরি করতে চায়। তিনি বলেন, ‘এসব সন্ত্রাসীর সঙ্গে মুসলমানদের মিলিয়ে ফেলা যাবে না। তাহলে আমরা এমন ভুল করব, যা আমাদের অপ্রত্যাশিত সংঘাতের দিকে নিয়ে যাবে।’ তিউনিসিয়ার বংশোদ্ভূত ব্রাহিম আউসাউয়ি নিসে সন্ত্রাসী হামলা চালিয়েছে। সে দুজন নারী ও একজন পুরুষকে ছুরিকাঘাতে আহত করেছে। হামলার পর গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার ব্যাগের ভেতর আরো দুটি ছুরি পাওয়া যায়।

সূত্র : আনাদোলু এজেন্সি।

মন্তব্যসাতদিনের সেরা