kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

ম্যাখোঁর ব্যঙ্গাত্মক কার্টুন

মৌরিতানীয় শিল্পীর সঙ্গে ফ্রান্সের চুক্তি বাতিল

বেলায়েত হুসাইন   

২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন আঁকায় মৌরিতানিয়ার বিখ্যাত কার্টুনিস্ট খালিদ ওলাদ মাওলায়া ইদরিসের সঙ্গে চুক্তি বাতিল করেছে ফ্রান্স। মৌরিতানিয়ার রাজধানী নোয়াকচটে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জানিয়েছেন, ‘ফরাসি জাতীয়তাবাদের প্রতীক নিয়ে অসম্মানের অভিযোগের ভিত্তিতে তাঁর সঙ্গে আমাদের বহু মূল্যমানের চুক্তিটি বাতিল করা হয়েছে।’ ফ্রান্সে ইসলামের নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ এবং তাতে প্রেসিডেন্টের সমর্থনের প্রতিবাদস্বরূপ মাওলায়া ইদরিস ম্যাখোঁর ব্যঙ্গাত্মক কার্টুন তৈরি করেন। এদিকে মহানবীর অবমাননাকে বাকস্বাধীনতা বলে এর বিরুদ্ধে নিজেদের দেশে কোনো পদক্ষেপ গ্রহণ না করে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর কার্টুনে আপত্তি জানিয়ে চুক্তি বাতিল করায় ফ্রান্সের ওপর ফের সামাজিক মাধ্যমগুলোয় নতুন সমালোচনা ও বিতর্কের সূচনা হয়েছে। তাদের প্রশ্ন, ফরাসিদের বাকস্বাধীনতার দাবি এখন কোথায় গেল?

সূত্র : মৌরিতানিয়া আল-ইআয়ুম

 

মন্তব্যসাতদিনের সেরা