kalerkantho

সোমবার । ৮ অগ্রহায়ণ ১৪২৭। ২৩ নভেম্বর ২০২০। ৭ রবিউস সানি ১৪৪২

প্রশ্ন-উত্তর

অন্ধ আলেমের ইমামতি

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : অন্ধ কোরআনে হাফেজ কি তারাবি এবং পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করবে পারবেন?

টুটুল হক, মোহাম্মদপুর, ঢাকা

 

উত্তর : অন্ধ হওয়া ইমামতির জন্য প্রতিবন্ধক নয়। তবে যেসব গুণাবলির কারণে ইমামতির জন্য অগ্রাধিকার দেওয়া হয়, যেমন—কোরআন সহিহভাবে পড়া, নামাজ সম্পর্কিত মাসআলার ব্যাপারে অভিজ্ঞ হওয়া, সচ্চরিত্রবান হওয়া, শারীরিক পবিত্রতা রক্ষা করা ইত্যাদি গুণাবলি যে হাফেজ সাহেবের মধ্যে বিদ্যমান আছে, তিনি ইমামতির জন্য অগ্রাধিকার পাবেন। রাসুল (সা.) তাবুকের যুদ্ধের প্রাক্কালে অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.)-কে মসজিদ-ই-নববীর ইমামতির জন্য নিজের স্থলাভিষিক্ত করেছিলেন। (মারাকিল ফালাহ, পৃষ্ঠা ১১৪, আল বাহরুর রায়েক : ১/৩৪৮, ফাতাওয়ায়ে রহমানিয়া : ৪/৩৬৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/১২৭)

 

মন্তব্য