kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

উভয় জগতে কল্যাণ লাভের দোয়া

২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউভয় জগতে কল্যাণ লাভের দোয়া

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকাল-হুদা ওয়াত-তুক্বা ওয়াল-আফাফা ওয়াল-গিনা।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে হিদায়াত, আল্লাহভীতি, সংযম ও অমুখাপেক্ষিতা (জীবন-জীবিকার স্বাচ্ছন্দ্য) চাই।

সূত্র : আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এই দোয়া পাঠ করতেন। (সহিহ মুসলিম, হাদিস : ২৭২১)

মন্তব্যসাতদিনের সেরা