kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

সাঈদ বিন নাসির তানাইজি

আমিরাতের জনগণ ফিলিস্তিনিদের পাশে থাকবে

বেলায়েত হুসাইন   

২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসরকারের রাজনৈতিক অবস্থান যা-ই হোক সংযুক্ত আরব আমিরাতের সাধারণ জনগণ ফিলিস্তিন এবং সে দেশের জনগণকেই সমর্থন করে বলে দাবি করেছেন দেশটির বিশিষ্ট গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক সাঈদ বিন নাসির আল তানাইজি। তিনি বলেন, বিগত সময়গুলোতে ফিলিস্তিন ইস্যুতে সরকারের অবস্থান বৈচিত্র্যপূর্ণ হলেও জনগণ এ বিষয়ে আগাগোড়াই নিজেদের অবস্থানে অটল আছে। বুধবার আমিরাত-ইসরায়েল নরমালাইজেশন প্রতিরোধ আন্দোলন ‘আর রাবিতাতুল ইমারাতিইয়্যাতু লি-মুকাওমাতিত তাতবি’ আয়োজিত একটি ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ‘ফিলিস্তিনি সংগ্রামের সমর্থনে আরব আমিরাতের ইতিহাস’ শীর্ষক ওই কনফারেন্সে গালফ সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড ডায়ালগের পরিচালক সাঈদ বিন নাসির আরো বলেন, অন্যান্য আরব ও মুসলিম রাষ্ট্রের মতো ফিলিস্তিনি ইস্যুটি আরব আমিরাতের জনগণেরও প্রথম ইস্যু। আমিরাতের জনগণ চায় ফিলিস্তিনি জনগণ, ভূখণ্ড ও পুণ্যভূমি রক্ষার্থে ফিলিস্তিনের পাশে থাকতে। তিনি দাবি করেন, বিগত বেশ কয়েক বছর ধরে আরব আমিরাতের জনগণ নরমালাইজেশনের বিরুদ্ধে মিটিং মিছিল করে আসছে। তা ছাড়া একই সঙ্গে তারা ফিলিস্তিনি জনগণের জন্য অনুদান ফান্ডেরও ব্যবস্থা করেছে। সূত্র : ইয়েনি শাফাক

মন্তব্যসাতদিনের সেরা