kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

মধ্যপ্রাচ্যের সামাজিক মাধ্যমে ফরাসি পণ্য বর্জনের ডাক

বেলায়েত হুসাইন   

২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমধ্যপ্রাচ্যের সামাজিক মাধ্যমে ফরাসি পণ্য বর্জনের ডাক

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তাঁর দেশে ইসলাম ও হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর ধারাবাহিক অবমাননার পদক্ষেপের সমর্থন জানানোর পর ক্ষোভ ও উদ্বেগ দেখা গেছে পুরো মুসলিম বিশ্বে। বিশ্বের একাধিক মুসলিম রাষ্ট্র ফ্রান্সের এসব কর্মকাণ্ডে তাদের উদ্বেগ প্রকাশ করেছে।

এ ছাড়া মুসলিম বিশ্বের খ্যাতিমান ব্যক্তিত্বরাও বিষয়টি অগ্রহণযোগ্য বলে মত দিয়েছেন। ফ্রান্সে মহানবী (সা.)-এর ধারাবাহিক ব্যঙ্গচিত্র প্রকাশিত হওয়ায় মধ্যপ্রাচ্য ও আরববিশ্বের দেশগুলোর সামাজিক মাধ্যমে ফরাসি পণ্য বর্জনের দাবি উঠেছে। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ‘হ্যাশট্যাগ ফ্যান্সা তুসিয়ান লি-নাবী আল-উম্মাহ’ নামে সামাজিক প্রতিবাদ শুরু হয়েছে। এরই মধ্যে কুয়েতের ‘আল মিরাহ কনজিউমার গুডস’সহ আরো কিছু ব্যাবসায়িক প্রতিষ্ঠান ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে।

তারা বলছে, ‘নিজেদের অবস্থান থেকে আমাদের সবারই ইসলাম ও মহানবী (সা.)-এর অবমাননার প্রতিবাদ করা উচিত। ফরাসি পণ্য বর্জন করাও একটি কার্যকর প্রতিবাদ বলে আমরা মনে করি।’ সূত্র : আলজাজিরা মুবাশির

 

মন্তব্যসাতদিনের সেরা