kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

ব্রুনেইতে কোরআন গবেষণাবিষয়ক কর্মশালা

ইসলামী জীবন ডেস্ক   

২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রুনেইতে কোরআন গবেষণাবিষয়ক কর্মশালা

ব্রুনেইয়ে মসজিদ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে কোরআন গবেষণার ওপর বিশেষ কোর্স সম্পন্ন হয়েছে। দেশটির বেলায়েত জেলার জামালুল আমল মসজিদে অনুষ্ঠিত ‘তাদাব্বুর আল কোরআন’ শীর্ষক কর্মশালায় ২২ জন মসজিদ অফিসার যোগদান করেন। বেলায়েত জেলার মসজিদবিষয়ক বিভাগ ও মুহাম্মদ জামালুল আমল মসজিদের পরিচালনা কমিটি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন হাজ্জা জালিহা বিনতে হাজি ইবরাহিম। তিনি ‘তাদাব্বুরে কোরআন’ (কোরআন নিয়ে চিন্তা-ভাবনা ও গবেষণা) বিষয়ক মূল প্রবন্ধ ও আলোচনা পেশ করেন। কর্মশালায় কোরআন গবেষণার অর্থ, পদ্ধতি, গুরুত্ব ও যুগে যুগে কোরআন গবেষণার নানা দিক তুলে ধরা হয়। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের জন্য প্রশ্নোত্তর পর্ব রাখা হয়। সূত্র : বোর্নিও বুলেটিন

 

মন্তব্যসাতদিনের সেরা