kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

প্রশ্ন-উত্তর

জুমার দ্বিতীয় আজান কোথায় দাঁড়িয়ে দেবে

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : জুমার দ্বিতীয় আজান কোন জায়গায় দাঁড়িয়ে দেওয়া সুন্নত? ইমামের সামনে, নাকি মসজিদের দরজায়?

—ইকবাল হোসেন, যাত্রাবাড়ী, ঢাকা

উত্তর : খুতবার আগে যে আজান দেওয়া হয়, তা মিম্বারের সোজা সামনে ও কাছাকাছি দেওয়া সুন্নত। তাই প্রথম কাতারে ইমামের সামনে দাঁড়ানোর চেষ্টা করবে। কোনো অসুবিধা থাকলে সোজা সামনে দূরে দাঁড়ালেও কোনো অসুবিধা নেই। দরজা ইমামের সোজা সামনে হওয়া অবস্থায় দরজায় দাঁড়িয়ে আজান দেওয়াও জায়েজ। এ বিষয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। (হেদায়া : ১/৩৮৩, তাবয়িনুল হাকায়েক : ১/২২৩, মাজমাউল আনহুর : ১/২৫৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/২০৫)

 

মন্তব্যসাতদিনের সেরা