kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

আরববিশ্বে করোনা গবেষণায় এগিয়ে সৌদি আরব

ইসলামী জীবন ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরব দেশগুলোর মধ্যে করোনাভাইরাস সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশে সবার চেয়ে এগিয়ে সৌদি আরব। প্রথম আরব দেশ হিসেবে দেশটি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছে। বাদশাহ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সৌদি আরবের মন্ত্রিসভার একটি ভার্চুয়াল মিটিংয়ে দেশটির সহকারী স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল-আবদুল আলাই এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, সৌদি আরব করোনাভাইরাসের ওপর ক্লিনিক্যাল রিসার্চ অ্যান্ড স্টাডিজে বিশ্বে ২৫তম অবস্থানে এবং মধ্যপ্রাচ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া মন্ত্রীরা ওমরাহ পালনকারী ও মসজিদ-ই-নববীর দর্শনার্থীদের ওপর দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা শিথিল করার অগ্রগতির নানা দিকও তুলে ধরেন।

 

মন্তব্যসাতদিনের সেরা