kalerkantho

সোমবার । ৮ অগ্রহায়ণ ১৪২৭। ২৩ নভেম্বর ২০২০। ৭ রবিউস সানি ১৪৪২

ধর্মাবমাননা বন্ধের আহ্বান শায়খুল আজহারের

ইসলামী জীবন ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেধর্মাবমাননা বন্ধের আহ্বান শায়খুল আজহারের

মত প্রকাশের স্বাধীনতার নামে ধর্মের অবমাননা কিংবা ধর্মীয় নিদর্শনের অবজ্ঞা প্রকাশ্যে বিদ্বেষ ও ঘৃণার প্রসার বলে জানিয়েছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ইমাম আহমদ তাইয়েব। গত বুধবার (২১ অক্টোবর) রোমে অনুষ্ঠিত ধর্মীয় নেতাদের ভার্চুয়াল সমাবেশে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে মত প্রকাশ বিষয়ে আলোচনা করায় শিক্ষক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এ কথা বলেন তিনি। সমাবেশে পোপ ফ্রান্সিস ও ফ্রান্সের প্রধান যাজক হেই কোরসিয়াসহ খ্রিস্টান, ইহুদি ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের নেতারা উপস্থিত ছিলেন। বিশ্ব আন্তর্ধর্মীয় শান্তি প্রতিষ্ঠায় মতবিনিময় করতে এর আয়োজন করা হয়। বক্তব্যে আহমদ তাইয়েব বলেন, ‘একজন মুসলিম ও আল আজহারের প্রধান হিসেবে আমি ঘোষণা করছি, ইসলামের শিক্ষা ও ইসলামের মহানবী মুহাম্মদ (সা.) এমন ঘৃণ্য সন্ত্রাসী অপরাধ থেকে পুরোপুরি দায়মুক্ত।’ এ সময় ধর্ম অবমাননার প্রতিবাদ করে তিনি আরো বলেন, ‘একই সঙ্গে আমি আরো বলব, মত প্রকাশের স্বাধীনতার নামে ধর্ম অবমাননা ও ধর্মীয় নিদর্শনাবলি নিয়ে কটূক্তি দ্বিমুখী নীতি এবং প্রকাশ্যে বিদ্বেষ ও ঘৃণা প্রচারের শামিল।’

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর প্যারিসে স্কুল থেকে ফেরার পথে শিক্ষক স্যামুয়েল পেটি নিহত হন। শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র দেখিয়ে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন তিনি। সূত্র : ফ্রান্স টোয়েন্টি ফোর

 

মন্তব্য