kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

প্রশ্ন-উত্তর

মসজিদের ভেতর আজান দেওয়ার বিধান

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : জুমা ছাড়া অন্য সময় মসজিদের ভেতর আজান দেওয়া কি জায়েজ?

ইসহাক, মাদারীপুর।

 

উত্তর : মসজিদের ভেতর আজান দেওয়া জায়েজ। (আল বাহরুর রায়েক : ১/২৫৫, রদ্দুল মুহতার : ১/৩৮৪, ইলাউস সুনান : ৮/৬৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/১৮৪)

মন্তব্যসাতদিনের সেরা