kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

আল্লামা শফী (রহ.)-কে নিয়ে স্মারকগ্রন্থ

ইসলামী জীবন ডেস্ক   

২২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআল্লামা শফী  (রহ.)-কে নিয়ে স্মারকগ্রন্থ

সদ্যঃপ্রয়াত হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী (রহ.)-কে নিয়ে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আল্লামা আহমদ শফী (রহ.) প্রতিষ্ঠিত আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশ ও তাঁর পরিবার যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল বুধবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তাঁরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘আল্লামা আহমদ শফী (রহ.) ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানি (রহ.)-এর সুযোগ্য খলিফা, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, সম্মিলিত কওমি শিক্ষা বোর্ড হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান। তাঁর কর্মজীবন ছিল দীর্ঘ ৮০ বছরের। দীর্ঘ এই কর্মজীবনে তিনি বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন। তাঁর বর্ণাঢ্য এই দীর্ঘ জীবনের নানা দিক সংরক্ষণে একটি সমৃদ্ধ স্মারকগ্রন্থ রচনা করা প্রয়োজন। এ লক্ষ্যে আমরা দেশের সব শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আল্লামা আহমদ শফীর বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফসহ পরিবারের সদস্যরা। এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমিন খান উজানভী, মুফতি আব্দুস সাত্তার, মুফতি নাসির উদ্দীন কাসেমী, মুফতি সালমান প্রমুখ।

 

মন্তব্যসাতদিনের সেরা