kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

আমিরাত প্রতিনিধিদের আল-আকসায় প্রবেশে বাধা

ইসলামী জীবন ডেস্ক   

২১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআমিরাত প্রতিনিধিদের আল-আকসায় প্রবেশে বাধা

সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের মসজিদুল আকসা থেকে বের করে দিয়েছে ফিলিস্তিনের ক্ষুব্ধ মুসল্লিরা। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষোভ থেকে তারা এমনটি করেছে। ফিলিস্তিনের ওয়াদি হিলওয়ে ইনফরমেশন সেন্টারের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও পোস্টে দেখা যাচ্ছে, ইসরায়েলি পুলিশের পাহারায় মসজিদুল আকসার সীমানায় প্রবেশের পর সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের বের করে দেওয়া হচ্ছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, একজন ফিলিস্তিনি পুরুষ আরব আমিরাত প্রতিনিধিদের ইসরায়েলের সঙ্গে চুক্তি নিয়ে দোষারোপ করছে এবং তাঁদের আল-আকসা ছেড়ে যেতে বলছে। সামান্য হৈচৈর পর প্রতিনিধিরা আল-আকসা ত্যাগ করেন। সূত্র : ডেইলি সাবাহ

 

 

মন্তব্যসাতদিনের সেরা