kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

ধর্মীয় বিদ্বেষ প্রচার বন্ধের দাবি ওআইসির

ইসলামী জীবন ডেস্ক   

২১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআন্তর্জাতিক সম্প্রদায়কে সহনশীলতা, পারস্পরিক বোঝাপড়া ও সম্মান প্রদর্শনের সংস্কৃতি গড়ে তুলতে সঠিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ‘দ্য অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’ (ওআইসি)। গত সোমবার জাতিসংঘ আয়োজিত বিদ্বেষ, সামাজিক মাধ্যম ও সংখ্যালঘু বিষয়ক একটি ভার্চুয়াল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংস্থাটি এ আহ্বান জানায়। ওআইসি অংশগ্রহণকারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের ভেতর বিশ্বাস তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইবাদতখানার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়। মুসলিম বিশ্বের সর্ববৃহৎ এ সংস্থাটি সামাজিক মাধ্যমে ইসলামবিদ্বেষ, মুসলিমসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে। ওআইসি মনে করে, এসব ঘৃণা-বিদ্বেষের মূল কারণ অন্বেষণ এবং বিশ্বের নানা প্রান্তে মুসলিমসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সহনশীলতা তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। সূত্র : আরব নিউজ

মন্তব্যসাতদিনের সেরা