kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

প্রশ্ন-উত্তর

নামাজের মাকরুহ সময়ের পরিমাণ

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : সূর্যোদয়ের পর ও দুপুরে এবং সূর্যাস্তের আগে প্রকৃত মাকরুহ ওয়াক্ত কতক্ষণ? দুপুরের মাকরুহ ওয়াক্ত ঠিক দুপুরের আগে, না অর্ধেক আগে অর্ধেক পরে? প্রকৃত সময় জানতে ইচ্ছুক।

সুমন, সোনাপুর, নোয়াখালী।

 

উত্তর : নির্ভরযোগ্য মতানুযায়ী সূর্যোদয় ও তার পরের ১০ মিনিট, দ্বিপ্রহর ও তার আগে-পরে ছয় মিনিট এবং সূর্যাস্ত ও তার আগের ১০ মিনিট মাকরুহ ওয়াক্ত বলে গণ্য হবে। এ সময়গুলোতে নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে। তবে ওই দিনের আসরের নামাজ মাকরুহ সময়ের আগে পড়তে না পারলে উক্ত সময়ে তা আদায় করে নিলে আদায় হয়ে যাবে। (রদ্দুল মুহতার : ২/৩৮, হাশিয়াতুত তাহতাভি, পৃ. ১৮৬, আহসানুল ফাতাওয়া : ২/১৪১, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/১৭১)

মন্তব্যসাতদিনের সেরা