kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

প্রশ্ন-উত্তর

দুধের বাচ্চার বমির বিধান

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : দুধের বাচ্চাদের আদর করে কোলে নিলে অনেক সময় বমি করে কাপড় নষ্ট করে ফেলে। ওই বমির বিধান কী?

মুজিবুর রহমান, কুমিল্লা।

 

উত্তর : দুধের বাচ্চা মুখ ভরে বমি করলে তা অপবিত্র হবে। তাই তা তাত্ক্ষণিক ধুয়ে ফেলতে হবে। মুখ ভরে না করলে তা অপবিত্র হবে না, তাই না ধুলেও চলবে। (আদ্দুররুল মুখতার : ১/১৩৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/১১৭)

 

 

মন্তব্যসাতদিনের সেরা