kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

তিলাওয়াতের সিজদায় পড়ার দোয়া

২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতিলাওয়াতের সিজদায় পড়ার দোয়া

উচ্চারণ : সাজাদা ওয়াজহিয়া লিল্লাজি খালাকাহু, ওয়া শাক্কা সামআহু, ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি।

অর্থ : সেই মহান সত্তার উদ্দেশে আমার মুখমণ্ডল সিজদা করল, যিনি তাকে সৃষ্টি করেছেন এবং নিজের প্রবল ক্ষমতায় তার মাঝে শোনার শক্তি ও দেখার শক্তি দান করেছেন।

উপকার : আয়েশা (রা.) বলেন, রাতে নবী (সা.) সিজদার আয়াত পাঠ করার পর সিজদায় এই দোয়া বলতেন। (তিরমিজি, হাদিস : ৩৪২৫)

 

 

মন্তব্য