kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

প্রশ্ন-উত্তর

নামাজ অবস্থায় গায়ে মশার রক্ত লাগলে

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : আমি একবার নামাজ অবস্থায় দেখি যে পাঞ্জাবিতে কয়েক জায়গায় মশার রক্ত, সব মিলালে এক দিরহাম থেকে বেশি হবে। এমতাবস্থায় নামাজ হবে কি না? যদি না হয় তাহলে সে নামাজের বিধান কী?

মুআজ, চৌমুহনী, নোয়াখালী।

 

উত্তর : মশার রক্ত পবিত্র। তাই আপনার পাঞ্জাবিতে কয়েক জায়গায় লাগা রক্ত মিলে এক দিরহাম পরিমাণ বা এর চেয়ে বেশি হলেও আপনার নামাজ শুদ্ধ হয়ে গেছে। (বাদায়েউস সানায়ে : ১/৩৬৪, ফাতাওয়ায়ে কাজি খান : ১/১০, বেহেশতি জেওর : ২/১০৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/১০৩)

 

মন্তব্যসাতদিনের সেরা