kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় আরব আমিরাত

শেখ আহমদ বিন মাসউদ   

২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় আরব আমিরাত

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিচালনা পরিষদের সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। সংস্থাটির বার্ষিক সম্মেলনে আরব আমিরাতকে আগামী দুই বছরের জন্য নির্বাচিত করা হয়। ৩৫ সদস্যের বোর্ড সাধারণ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাতের আর্থিক অবস্থা, পরিকল্পনা ও বাজেট নিরীক্ষা করে তার জন্য সুপারিশ করে। এ ছাড়া সম্মেলনে সদস্যপদ লাভের আবেদন পর্যালোচনা, সুরক্ষা চুক্তি অনুমোদন ও সংস্থার প্রকাশনা বিষয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় আরব আমিরাতের স্থায়ী প্রতিনিধি হাম্মাদ আল-খাবি বলেন, ‘আইএইএ-র পরিচালনা পরিষদে আরব আমিরাতকে নির্বাচন প্রমাণ করে আন্তর্জাতিক সম্প্রদায় আরব আমিরাতের পরমাণু নীতিতে সন্তুষ্ট। সম্প্রতি আরব আমিরাত প্রথম আরব দেশ হিসেবে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে। সূত্র : আরব নিউজ

মন্তব্যসাতদিনের সেরা