kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

শ্বেতাঙ্গ বর্ণবাদীদের বিরুদ্ধে আইন চায় কানাডার মুসলিমরা

শেখ আবদুল্লাহ বিন মাসউদ   

২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকানাডার টরন্টো মসজিদের তত্ত্বাবধায়ক খুন হওয়ার পর একটি মুসলিম সংগঠনের প্রধান শ্বেতাঙ্গ বর্ণবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর মসজিদ তত্ত্বাবধায়ক মুহাম্মদ আসলিম জাফিসকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, ‘ঘটনাটি নব্য-নাৎসিবাদ ও ইসলামভীতির সঙ্গে সংশ্লিষ্ট।’ ন্যাশনাল কাউন্সিল ফর কানাডিয়ান মুসলিমসের (এনসিসিএম) নেতা মোস্তফা ফারুক প্রত্যাশা করেন, প্রধানমন্ত্রীর উদ্বেগ তাঁর কাজেও প্রতিফলিত হবে। তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ হতে পারি এবং একত্রে প্রতিকারের দাবি তুলতে পারি। শ্বেতাঙ্গ বর্ণবাদী সংগঠন আমাদের ওপর হামলা করেছে। আমরা শুধু তার প্রতিবাদ করছি না; বরং এসব দলের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণে আমাদের দাবির সপক্ষে সমর্থন চাই।’

মোস্তফা ফারুক মনে করেন, সাম্প্রতিক হত্যাকাণ্ড ও ২০১৭ সালে সংঘটিত কুইবেক মসজিদ হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। সে ঘটনায় ছয়জন নিহত ও ১৯ জন আহত হয়। বর্ণবাদের বিরোধী একটি সংগঠনের নেতা ইভান বলগার্ড টরন্টো হত্যাকাণ্ডের পেছনে সন্দেহভাজন নব্য-নাৎসিবাদ সংগঠন সম্পর্কে বলেন, ‘তারা প্রভুর আসনে বসিয়ে হিটলারের উপাসনা করে।’ সূত্র : আনদোলু এজেন্সি

 

মন্তব্যসাতদিনের সেরা