kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

দক্ষিণ আফ্রিকায় উন্মুক্ত মসজিদ দিবস পালিত

ইসলামী জীবন ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদক্ষিণ আফ্রিকার মুসলিমরা পঞ্চম ‘মস্ক ওপেন ডে’ বা উন্মুক্ত মসজিদ দিবস উদ্যাপন করেছে। ২০১৬ সাল থেকে ২৪ অক্টোবর দেশটির ঐতিহ্য দিবসে মুসলিমরা এই দিবস পালন করে আসছে। সাউথ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ড. ফায়সাল সোলায়মান বলেন, ‘ঐতিহ্য দিবসে দক্ষিণ আফ্রিকানরা অন্যান্য সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার চেষ্টা করে। সেই চিন্তা থেকেই আমরা উন্মুক্ত মসজিদ দিবস পালন করি। এ দিন যে কেউ মসজিদের ভেতর প্রবেশ করতে পারে। আমরা অন্যদের আমন্ত্রণ করি। যেন আমরা সামাজিক সংহতি ও বৈচিত্র্যময় জাতি গঠন করতে পারি। অমুসলিমরা যেন জানতে পারে মসজিদের ভেতর কী আছে এবং সেখানে কী হয়।’ তিনি আরো জানান, ২০১৯ সালে ২৫টি মসজিদ জাতীয় উন্মুক্ত মসজিদ দিবসের জন্য তালিকাভুক্ত হয় এবং তাতে দুই হাজার ব্যক্তি অংশগ্রহণ করে। আর ২০১৮ সালে ২০টি মসজিদে ৮০০ জনের অংশগ্রহণ ছিল। শুধু দক্ষিণ আফ্রিকায় নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন অমুসলিম দেশেও উন্মুক্ত মসজিদ দিবস উদ্যাপন করা হয়। সূত্র : আইওএল ডটসিও ডটজেএ

 

মন্তব্য