kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

কোরআনে চুমু খেতে খেতে ফিলিস্তিনির মৃত্যু

বেলায়েত হুসাইন   

২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকোরআনে চুমু খেতে খেতে ফিলিস্তিনির মৃত্যু

পবিত্র কোরআনে চুমু খেতে খেতে আলহাজ খামিস ইয়াহইয়া নামের ফিলিস্তিনি এক নাগরিকের মৃত্যু হয়েছে।

গত বুধবার দেশটির খলিল (হেবরন) অঞ্চলে এ ঘটনা ঘটে। এসংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার আরবি বিভাগ। যাতে দেখা যায়, আলহাজ খামিস ইয়াহইয়া স্থানীয় একটি সুপারশপে দায়িত্বরত ছিলেন। ক্রেতা না থাকায় তিনি তিলাওয়াতের জন্য কোরআনে কারিম হাতে নেন এবং তাতে কয়েকবার চুমু খান। অতঃপর টেবিলে কোরআন রাখার পরপরই চেয়ারে বসা অবস্থায়ই তাঁর মৃত্যু হয়। আলজাজিরা ফুটেজটি প্রকাশের পরই তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনলাইনে সক্রিয়রা ফিলিস্তিনি নাগরিকের এই মৃত্যুকে সৌভাগ্যের বিদায় আখ্যা দিচ্ছে এবং জান্নাতে তাঁর উঁচু সম্মানের দোয়া করেছে।

 

মন্তব্যসাতদিনের সেরা