kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

প্রশ্ন-উত্তর

চোখ থেকে কিছু বের হলে অজুর বিধান

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : চোখে পানি পড়া বা কেতুর হওয়ার কারণে অজুর কোনো ক্ষতি হয় কি না?

—বাবুল সরকার, মিরপুর, ঢাকা

 

উত্তর : সাধারণ কোনো ব্যথার কারণে বা এমনিতেই চোখের পানি পড়লে বা কেতুর বের হলে অজুর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, চোখের ভেতর ফোড়া, ঘা বা আঘাতের দরুন যদি ক্ষত হয়ে তা থেকে পুঁজ বা পানি বের হয়, তাহলে অজু ভেঙে যাবে। এমতাবস্থায় যদি অনবরত পানি বা পুঁজ বেরোতে থাকে এবং ওই ওয়াক্তের নামাজ পড়ার সময়ও পাওয়া না যায়, তখন শরীয়তের দৃষ্টিতে সে মাজুর বলে গণ্য হবে। তাই তার ওপর প্রতি ফরজ নামাজের আগে অজু করে নেওয়া জরুরি। আর এই অজু দিয়ে পরবর্তী নামাজের ওয়াক্ত আসার আগে ফরজ, নফল সব নামাজই পড়তে পারবে। (আদ্দুুররুল মুখতার : ১/১৪৭-১৪৮, রদ্দুল মুহার : ১/১৪৮, আফকে মাসায়েল আওর উনকা হল : ২/৩৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/৫৮)

 

মন্তব্য