kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

সাফল্যের আলো দেখছে নুরফ্লিক্স

ইসলামী জীবন ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমালয়েশিয়ার ইসলামী বিনোদন প্রতিষ্ঠান নুরফ্লিক্স সাফল্যের আলো দেখছে। তারা আশা করছে, মুসলিম বিশ্বে তারা বিশেষ জায়গা করে নিতে পারবে। গত জুলাইয়ে উদ্বোধনের পর এরই মধ্যে ১০ হাজার সাবস্ক্রাইবার পেয়েছে প্রতিষ্ঠানটি। আগামী মাসে ইসলামী বিনোদন সম্প্রচার কেন্দ্রটির পরীক্ষামূলক সম্প্রচারে যাওয়ার কথা রয়েছে। মালয়েশিয়ার জনপ্রিয় অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি ১২টি নাটক ও সিনেমা নিয়ে যাত্রা শুরু করা নুরফ্লিক্সের বাজেট ৪০ মিলিয়ন রিংগিত। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আমরা বলব না কেন আপনার সভ্য আচরণ করা উচিত, তবে আমাদের বিষয়বস্তুগুলো আপনাকে বুঝিয়ে দেবে পরিবর্তনকে নিজ থেকে করতে হবে।’ নুরফ্লিক্স মনে করে, ইসলামী মূল্যবোধ বৃহৎ সময় বিনোদনে কাটানো সমর্থন করে না। তবে জনগণ ইসলামভিত্তিক পারিবারিক নাটক ও সিনেমা পেতে আগ্রহী। তারা মালয়েশিয়ার মুসলিম জনসংখ্যার ৬০ শতাংশ। সূত্র : স্ট্রেইটস টাইমস ডটকম

মন্তব্যসাতদিনের সেরা