kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

বসনিয়ায় গণহত্যার অভিযোগে ৯ জন গ্রেপ্তার

ইসলামী জীবন ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবসনিয়ায় গণহত্যার অভিযোগে ৯ জন গ্রেপ্তার

বসনিয়ার পুলিশ গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত বুধবার সার্ব জাতিভুক্ত এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ উঠেছে, ১৯৯০ সালে যুদ্ধের সময় তাঁরা একটি গ্রামে ৪৪ জন মুসলিমকে হত্যায় অংশ নিয়েছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা এবং অন্যরা সাবেক সেনা সদস্য। আদালত বলছেন, অভিযুক্তরা গণহত্যার পরিকল্পনা ও সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাতে অংশগ্রহণ করেছিলেন। ১৯৯০ সালের সেপ্টেম্বরে পূর্ব বসনিয়ার সোকলাক অঞ্চলে এই গণহত্যা সংঘটিত হয়। সার্ব আর্মি নভোসোসি গ্রামে আক্রমণ করার পর শিশু ও নারীদের পৃথক করা হয় এবং তাদের একটি ময়লার স্তূপের কাছে হত্যা করা হয়। নিহতদের বয়স ছিল ১৪ থেকে ৮২ বছরের মধ্যে। তাদের ময়লার স্তূপেই কবর দেওয়া হয়। আর নারী ও শিশুদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়। গণহত্যার পর সেনারা গ্রামের মসজিদটি ধ্বংস করে এবং ধ্বংসাবশেষ নিহতের শরীরের ওপর ফেলা হয়।

সূত্র : পাকিস্তান অবজারভার

মন্তব্যসাতদিনের সেরা