kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

শুক্রবার রাষ্ট্রীয় ছুটি চায় থাইল্যান্ডের মুসলিমরা

ইসলামী জীবন ডেস্ক   

১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেথাইল্যান্ডের মুসলিমরা শুক্রবার রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে চলমান শান্তি আলোচনায় সরকারি প্রতিনিধিদলের কাছে মুসলিম নেতারা এই দাবি জানান। সরকারি প্রতিনিধিদলের প্রধান জেনারেল ওয়ালপ রক্ষনাহ মুসলিমদের দাবি জোর বিবেচনা করবেন বলে জানান। গত রবিবার তিনি বলেন, তিনি এরই মধ্যে সরকারের কাছে শুক্রবারকে মুসলিমদের জন্য রাষ্ট্রীয় ছুটি ঘোষণার প্রস্তাব দিয়েছেন। এ ছাড়া প্রতিনিধিদল মালয় ভাষাকে পাত্তানি, ইয়ালা, নার্তিওয়াত ও সংখলা প্রদেশের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে। প্রদেশগুলো থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তে অবস্থিত। মুসলিম প্রতিনিধিদল মুসলিমদের জন্য হজবিষয়ক অধিদপ্তর, চারটি প্রদেশের জন্য খসড়া ইসলামী আইন প্রণয়ন ও হালাল শিল্পের বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেয়। বৈঠকের অগ্রগতি সম্পর্কে থাই সেনাবাহিনীর চতুর্থ কমান্ডার লে. জেনারেল পোর্নসাক পুলসাওয়াত জানান, প্রস্তাবগুলো খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। সূত্র : ব্যাংকক পোস্ট

মন্তব্যসাতদিনের সেরা