kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

হজসেবার মান বৃদ্ধিতে সৌদির বিশেষ ফোরাম

ইসলামী জীবন ডেস্ক   

১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআতিথেয়তার ক্ষেত্রে হাজিদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে একটি ভার্চুয়াল ফোরাম উদ্বোধন করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মুহাম্মদ সালিহ বেনতেন রবিবার ফোরামের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বেশ কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক ‘ব্যবস্থাপক’ কম্পানি যোগদান করে। ফোরাম সৌদি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের (জিডিএস) সঙ্গে বিনিয়োগের সুযোগগুলো তুলে ধরা, দীর্ঘমেয়াদি অংশীদারি, কম্পানিগুলোর সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। ড. মুহাম্মদ সালিহ বেনতেন বলেন, ‘সৌদি আরবের লক্ষ্য হলো রাষ্ট্রের আতিথেয়তা শিল্পকে (পর্যটন শিল্প) এগিয়ে নিয়ে যাওয়া আন্তর্জাতিক মান, হাজিদের সমৃদ্ধ হজযাত্রা, সাংস্কৃতিক অভিজ্ঞতা ও রাষ্ট্রের ভিশন ২০৩০-এর লক্ষ্যমাত্রা সামনে রেখে। যেন আমরা বিশ্বের লাখ লাখ হাজিকে স্বাগত জানাতে পারি এবং সৌদি আরবের প্রতি তাঁদের আগ্রহ ও কৌতূহল বাড়াতে পারি।’ সূত্র : আরব নিউজ

মন্তব্যসাতদিনের সেরা