kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

তুরস্কে এসে রুশ যুবকের ইসলাম গ্রহণ

বেলায়েত হুসাইন   

১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতুরস্কে এসে রুশ যুবকের ইসলাম গ্রহণ

তুরস্কে বেড়াতে এসে ইসলাম গ্রহণ করেছেন এলেক্সি বেলিয়া নামের এক রুশ যুবক। তিনি কিছুদিন আগে গ্রীষ্মকালীন অবকাশযাপনের জন্য তুর্কি শহর আলানিয়াতে আসেন এবং গত ৮ সেপ্টেম্বর নিজের ইসলাম গ্রহণের ঘোষণা দেন। এলেক্সি বেলিয়ার ইসলাম গ্রহণ উপলক্ষে আলিয়ানা দারুল ইফতা অধিদপ্তর একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটির সূচনা হয় পবিত্র কোরআনে কারিম তিলাওয়াতের মাধ্যমে। আলিয়ানা দারুল ইফতার প্রধান মুফতি শায়খ ইলহান নওমুসলিম এই যুবকের নতুন নাম রাখেন ‘আলী’। কলেমা পাঠ করানোর পর মুফতি ইলহান তাঁকে ইসলাম ধর্ম সম্পর্কে প্রাথমিক দীক্ষা দেন।

এর আগে শায়খ ইলহান নওমুসলিম আলীকে সম্বোধন করে বলেন, ‘আমরা মুসলিম, আমরা এই স্বীকৃতি দিই যে, সব রাসুল মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং তাঁরা সবাই নবী। একই সঙ্গে মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে বিশ্বাস করি। আর তুমি যদি এখন কার্যতই ইসলামে প্রবেশ করতে চাও তাহলে তোমাকে সশব্দে কলেমায়ে শাহাদাত পাঠ করতে হবে। এরপর এলেক্সি বেলিয়া কলেমায়ে শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের চতুর্থ খলিফার নাম ‘আলী’ ধারণ করেন।

সূত্র : তুর্কি প্রেস আরবি

মন্তব্যসাতদিনের সেরা