kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

সংযুক্ত আরব আমিরাত

ফিলিস্তিন-ইসরায়েল শান্তিচুক্তি ছাড়া দূতাবাস নয়

ইসলামী জীবন ডেস্ক   

১৫ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইসরায়েলের সঙ্গে চুক্তি করলেও ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে কোনো চুক্তি হওয়ার আগে জেরুজালেমে দূতাবাস খুলবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এক রাষ্ট্রীয় বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। দুবাইয়ের যুবরাজ শেখ মুহাম্মদ বিন জায়েদ এক টুইট বার্তায় দাবি করেছেন, ‘চুক্তির কারণে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে নিজের সার্বভৌমত্ব ঘোষণা পরিকল্পনা প্রত্যাহার এবং এ বিষয়ে আলোচনা করতে সম্মত হয়েছে। যৌথ ঘোষণায় বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা ইত্যাদি বিষয়ে বিশদ চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে বৈঠক করবে। উল্লেখ্য, আমিরাত ও ইসরায়েল চুক্তিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম বিশ্বের দেশগুলো। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে আরব আমিরাতের বিশ্বাসঘাতকতা ইতিহাস ক্ষমা করবে না। সূত্র : আল আরাবিয়া ও ডেইলি সাবাহ

মন্তব্যসাতদিনের সেরা