kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

কোরআনের বাণী

সুরা নুহ : প্রথম পর্ব

১৩ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকোরআনের বাণী

রাসুল (সা.)-এর আনুগত্য

ইরশাদ হয়েছে, ‘সে বলেছিল, হে আমার সম্প্রদায়! আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এই বিষয়ে যে, তোমরা আল্লাহর ইবাদত করো ও তাঁকে ভয় করো এবং আমার আনুগত্য করো।’ (সুরা : নুহ, আয়াত : ২-৩)

 

অবকাশ নির্ধারিত সময়ের জন্য

ইরশাদ হয়েছে, ‘তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তোমাদের অবকাশ দেবেন এক নির্দিষ্ট  কাল পর্যন্ত। ...’

(সুরা : নুহ, আয়াত : ৪)

 

মৃত্যু কালক্ষেপণ করবে না

ইরশাদ হয়েছে, ‘... নিশ্চয়ই  আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হলে তা বিলম্বিত হয় না। যদি তোমরা জানতে!’

(সুরা : নুহ, আয়াত : ৪)

 

দিন-রাত আল্লাহর পথে আহ্বান করো

ইরশাদ হয়েছে, ‘সে বলেছিল, হে আমার প্রতিপালক! আমি আমার সম্প্রদায়কে দিন-রাত আহ্বান করেছি। কিন্তু আমার আহ্বান তাদের পলায়নপ্রবণতাই বৃদ্ধি করেছে।’ (সুরা : নুহ, আয়াত : ৫-৬)

 

প্রকাশ্যে ও গোপনে দ্বিনের কাজ করো

ইরশাদ হয়েছে, ‘অতঃপর আমি তাদের আহ্বান করেছি প্রকাশ্যে; পরে আমি উচ্চৈঃস্বরে প্রচার করেছি ও উপদেশ দিয়েছি গোপনে।’ (সুরা : নুহ, আয়াত : ৮-৯)

মন্তব্যসাতদিনের সেরা