kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

প্রশ্ন-উত্তর

খাওয়া অবস্থায় সালাম দেওয়া

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

১৩ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : কেউ যদি খাবার খাওয়া অবস্থায় সালাম দেয়, তার সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব? এর দ্বারা কি সালামদাতার গুনাহ হবে?

     আব্দুল্লাহ, চুয়াডাঙ্গা।

উত্তর : খাবার গ্রহণের সময় সালাম দেওয়া মাকরুহ এবং ওই সময় কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া ওয়াজিব নয়। (আদ্দুররুল মুখতার : ৬/৪১৫, রদ্দুল মুহতার : ৬/৪১৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১২/১১৪)

 

মন্তব্যসাতদিনের সেরা