kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

দেড় শতাধিক দেশে তুর্কি মেডিক্যাল টিম

ইসলামী জীবন ডেস্ক   

১১ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বের দেড় শতাধিক দেশে এবং ছয়টি আন্তর্জাতিক সংস্থায় তুরস্ক মেডিক্যাল টিম পাঠিয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান গণমাধ্যমকে এ তথ্য জানান। কোকাইলি বিশ্ববিদ্যালয়ের হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, যুক্তরাজ্য ও চীনের পর তৃতীয় দেশ হিসেবে তুরস্ক স্থানীয় ভ্যাকসিন উন্নয়নে এগিয়ে রয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে তুরস্কের লড়াইয়ের ভিত তৈরি করেছে তার্কিজ সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ কাউন্সিল। সংস্থাটি ভিন্ন ভিন্ন আটটি ভ্যাকসিন ও ১০টি ওষুধ নিয়ে কাজ করছে।’ সূত্র : আনাদুলু এজেন্সি

মন্তব্যসাতদিনের সেরা