kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

আমিরাতের সহায়তায় স্বজনদের ফিরে পেল ইহুদি পরিবার

ইসলামী জীবন ডেস্ক   

১০ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিচ্ছিন্ন হয়ে যাওয়ার ১৫ বছর পর সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সহায়তায় স্বজনদের ফিরে পেল একটি ইয়েমেনি ইহুদি পরিবার। স্বজনদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি কয়েক দশক পর্যন্ত। স্বজনদের কেউ কেউ আরব আমিরাতে এবং অন্যরা লন্ডনে বসবাস করে। পরিবারের একজন সদস্য বলেন, ‘এটা শুধু বিস্ময়কর ব্যাপার নয়; বরং একটি অসম্ভব স্বপ্ন। আপনজনদের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ করে দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা মানবিকতা ও ধর্মীয় সহিষ্ণুতা-সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে।’ পরিবারের প্রধান বলেন, ‘মনে হচ্ছে আজ যেন আমার নতুন জন্ম হলো। আমি আমার সন্তান ও নাতিদের সাক্ষাৎ পেয়ে আনন্দিত।’ সূত্র : আল আরাবিয়া

মন্তব্যসাতদিনের সেরা