kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

নেত্রকোনায় নৌকাডুবি

নিহতদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিলেন আলেমরা

ইসলামী জীবন ডেস্ক   

৯ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিহতদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিলেন আলেমরা

গত ৫ আগস্ট নেত্রকোনায় নৌকাডুবির ঘটনায় নিহতদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বৃহত্তর ময়মনসিংহের আলেমরা। ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সদর উপজেলা শাখার উদ্যোগে ৭ আগস্ট আয়োজিত এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে আলেমরা এই ঘোষণা দেন। জেলার কোনাপাড়া মারকাজুস সুন্নাহ মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহের শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন। নৌকাডুবিতে শহীদদের এতিম সন্তানাদির পড়াশোনার সব দায়িত্ব নিতে প্রস্তুত আছেন বলে ঘোষণা দেন ঢাকার আরজাবাদ মাদরাসার মোহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। জামিয়া ফয়জুর রহমান (রহ.)-এর মহাপরিচালক  মাওলানা আবদুল হক বলেন, ‘ঢাকা যাওয়া কষ্টকর। তাই বড় মসজিদে লেখাপড়ার সব ব্যবস্থা করতে আমরাও প্রস্তুত আছি।’ একই প্রতিশ্রুতি দেন জামিয়া মাহমুদিয়ার শায়খুল হাদিস মাওলানা নূর আহমাদ। এ ছাড়া নিহতদের পরিবার ও হাফেজ মাহফুজের রেখে যাওয়া দুটি প্রতিষ্ঠানের প্রতি সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী। দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা আবদুর রহমান হাফেজ্জি, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি, মাওলানা আনওয়ারুল হক প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা