kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

তুরস্কে চাঁদ-তারার আদলে মসজিদ

ইসলামী জীবন ডেস্ক   

৮ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতুরস্কে চাঁদ-তারার আদলে মসজিদ

তুরস্কে গতকাল শুক্রবার অর্ধচন্দ্র ও তারার আদলে একটি মসজিদ উদ্বোধন করা হয়েছে। দেশটির সেন্ট্রাল সিভাস প্রদেশে মসজিদটির নাম ইয়ুকারে তেখে আয়ে ইলদেজ। মসজিদের ভেতরে সাড়ে তিন হাজার এবং প্রাঙ্গণে চার হাজার ৯ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবে। ২০১৭ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। এটিই তুরস্কের জাতীয় পতাকাসদৃশ প্রথম মসজিদ। ব্যতিক্রমধর্মী ইয়ুকারে তেখে আয়ে ইলদেজ মসজিদের অলংকরণের কাজ করেছে একদল নারী—যারা সিভাসের একটি পাবলিক কোর্সে অংশ নিয়েছিল। সূত্র : ডেইলি সাবাহ

মন্তব্যসাতদিনের সেরা