kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

হাজিদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে ব্রেসলেট

ইসলামী জীবন ডেস্ক   

৬ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাকালের সীমিত হজে অংশগ্রহণকারীদের ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে প্রযুক্তির সাহায্যে। স্বাস্থ্য সুরক্ষায় হজের আগে ও পরে কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। হজ ও ওমরাহ কর্তৃপক্ষ হাজিদের হাতে থাকা ব্রেসলেটের সাহায্যে কোয়ারেন্টিন নিশ্চিত করবে। এ ছাড়া ‘তাতাম্মান’ (tatamman —সুস্থ থাকুন) অ্যাপের সাহায্যে সব সময় নিরীক্ষণ করা হবে হাজিদের স্বাস্থ্যের অবস্থা। করোনাভাইরাস রোধে কর্তৃপক্ষের নির্দেশনামতে হজের শুরুতে ব্রেসলেটের সাহায্যে সব হাজির কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে করোনামুক্ত পরিবেশে হজ সমাপ্ত হয়েছে। সৌদি আরবের অন্য অঞ্চলে করোনা রোগী থাকলেও হাজিদের কেউ করোনাভাইরাস বা অন্য কোনো রোগে আক্রান্ত হননি। করোনায় আক্রান্তের ৮৭ শতাংশ সুস্থ হয়ে ফিরছেন। স্বাস্থ্য সুরক্ষায় হজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কর্তৃপক্ষ ওমরার প্রস্তুতি নেওয়া শুরু করেছে। সূত্র : আল আরাবিয়া।

 

গ্রন্থনা : মুহাম্মাদ হেদায়াতুল্লাহ

মন্তব্যসাতদিনের সেরা