kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

সৌদিতে নিরক্ষর চার নারীর কোরআন হিফজ

ইসলামী জীবন ডেস্ক   

৫ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসৌদিতে নিরক্ষর চার নারীর কোরআন হিফজ

সৌদি আরবের চারজন নিরক্ষর নারী কোরআন হিফজ করার কৃতিত্ব অর্জন করেছেন। দীর্ঘদিনের প্রচেষ্টায় তাঁরা কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন। এই নারীরা সৌদি আরবের বাদিয়া শহরের বাসিন্দা। খ্যাতিমান কারিদের কোরআন তিলাওয়াত শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করেছেন তাঁরা। বাদিয়া শহরের ‘মায়মুনা কোরআনিক সেন্টার’ তাঁদের সহযোগিতা করেছে। মায়মুনা কোরআনিক সেন্টারের পরিচালক শেখ ইবরাহিম আল বারাকাতি বলেন, ‘বিরল কৃতিত্ব অর্জনকারী এই নারীরা সাড়ে ছয় বছর ধরে সেন্টারে অবস্থান করেছেন এবং প্রতিদিন কয়েক ঘণ্টা সময় কোরআন মুখস্থ করতে ব্যয় করতেন।’ তিনি আরো জানান, কোরআন মুখস্থকারী নারীদের বয়স যথাক্রমে ৪৬, ৫২, ৫৫ ও ৭৪ বছর। সূত্র : ইকরা ডটকম

মন্তব্যসাতদিনের সেরা