kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

ইন্দোনেশিয়ায় স্বাস্থ্যবিধি মানতে আলেমদের আহ্বান

ইসলামী জীবন ডেস্ক   

৩১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআসন্ন ঈদে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে দ্য ইন্দোনেশিয়ান উলামা কাউন্সিল (এমইউআই)। এমইউআইয়ের ফাতাওয়া কমিশন সেক্রেটারি আসরুরুন নিয়াম সালেহ ঝুঁকিপূর্ণ এলাকায় মুসলিমদের ঘরে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যেসব অঞ্চলকে নিরাপদ মনে করা হচ্ছে সেখানে মসজিদের ভেতর জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় করা যাবে। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ঘর থেকে অজু করে আসতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে বসতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের স্বাস্থ্য নিরাপত্তার ওপর জোর দেওয়া প্রয়োজন। যদি আমরা সুস্থ না হই অথবা কোনো রোগ থাকে, তবে আমাদের ঘরে নামাজ আদায় করা উচিত।’

নিয়াম সালেহ পশুর শারীরিক অবস্থা সম্পর্কেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সূত্র : জাকার্তা পোস্ট

 

মন্তব্যসাতদিনের সেরা