kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে উদ্বেগ নোয়াখালীর আলেমদের

ইসলামী জীবন ডেস্ক   

১৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে উদ্বেগ নোয়াখালীর আলেমদের

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় দেশের মাদরাসা শিক্ষার্থীদের লেখাপড়া ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী-লক্ষ্মীপুরের আলেমরা। গত রবিবার জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ নোয়াখালী-লক্ষ্মীপুরের এক আলোচনাসভায় তাঁরা এই উদ্বেগ প্রকাশ করেন। এ সময় সংগঠনের নেতরা হিফজখানা খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান।

সেক্রেটারি জেনারেল মাওলানা আজিজুলাহ নওয়াবের সঞ্চালনায় সভাপতি মাওলানা শফি উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সারা দেশের হিফজখানার পাশাপাশি নুরানি ও কিতাব বিভাগও খুলে দেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ‘কওমি মাদরাসার উদ্দেশ্য শুধু শিক্ষাদান নয়; বরং শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষাদানের পাশাপাশি আমলের মাধ্যমে শিক্ষার্থীদের চরিত্র গঠন করা। দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীরা ভিন্ন পরিবেশে থাকায় তাদের নিয়ে আমরা উদ্বিগ্ন।’ বৈঠকে উপস্থিত ছিলেন জমইয়্যাতের সহসভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান, সহ-সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা সিদ্দীক আহমদ নোমান, মুফতি মঈনুদ্দীন, মাওলানা শাহ মোহাম্মদ হাসান, মাওলানা মোশাররফ, মাওলানা ইলিয়াস প্রমুখ আলেম।

মন্তব্যসাতদিনের সেরা