kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

প্রশ্ন-উত্তর

বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

১৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : আমরা অনেক সময় চিঠিপত্র বা নির্বাচনী পোস্টারে বিসমিল্লাহ বোঝানোর জন্য ৭৮৬ লিখি। এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ কি না? ৭৮৬ লিখলে বিসমিল্লাহর সুন্নাত আদায় হবে কি না?

—মুহাম্মদ জাভেদ সারোয়ার, ফেনী।

 

উত্তর : কোরআন শরিফের প্রতিটি আয়াত বা শব্দের হেফাজত ও আদব বজায় রাখা জরুরি। ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পবিত্র কোরআনের একটি আয়াত। তাই যেখানে এটি লিখলে এর মর্যাদাহানি হওয়ার আশঙ্কা আছে, সেখানে ‘বিসমিল্লাহ’ লেখা থেকে বিরত থাকতে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিমের স্থলে ৭৮৬ লেখার দ্বারা বিসমিল্লাহর সুন্নাত আদায় হবে না। (হিন্দিয়া : ১/৩৯, জাদিদ ফিকহী মাসায়েল : ১/৩৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১২/৩৬৭)

 

মন্তব্য