kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

প্রশ্ন-উত্তর

নামাজির সামনে থেকে সরে যাওয়া

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

১২ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : আমরা জানি, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করলে গুনাহগার হয়। এখন যদি কোনো ব্যক্তি নামাজির সামনে থেকে উঠে যায়, তাহলে সে কি ইসলামের দৃষ্টিতে গুনাহগার হবে?

—আসিফ মাহমুদ, বরগুনা।

 

উত্তর : নামাজি ব্যক্তির সোজা সামনে বসা ব্যক্তির জন্য স্বীয় স্থান ত্যাগ করে উঠে যাওয়ার অনুমতি আছে, তবে প্রয়োজন ছাড়া স্থান ত্যাগ করা উচিত নয়। (রদ্দুল মুহতার : ১/৬৩৬, ইমদাদুল আহকাম : ১/৮০৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০৬)

মন্তব্যসাতদিনের সেরা