kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

প্রশ্ন-উত্তর

হোটেল বয়কে বখশিশ দেওয়া

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

১১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : আমাদের দেশে হোটেলে খাওয়াদাওয়ার পর বিল পরিশোধের সময় অনেকে হোটেল বয়কে দুই টাকা পাঁচ টাকা দিয়ে থাকেন। পরবর্তী সময়ে হোটেলে গেলে হোটেল বয় কম বিলে তার খাদ্য-পানির ব্যবস্থা করে দেয়। প্রশ্ন হলো, বিল ছাড়া হোটেল বয়কে এভাবে টাকা দেওয়া কি ইসলাম সমর্থন করে?

—রুকন, কুমিল্লা।

উত্তর : হোটেল বয়কে খুশি হয়ে দুই-চার টাকা দিলে তা জায়েজ হবে। পক্ষান্তরে যদি প্রশ্নে বর্ণিত বা অনুরূপ কোনো উদ্দেশ্যে দেওয়া হয় তাহলে তা ঘুষের অন্তর্ভুক্ত হবে, যা ইসলামের দৃষ্টিতে হারাম। (আফকে মাসায়েল আওর উনকা হল : ৬/১৮৫, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত : ১০/৫৪৪)

 

মন্তব্যসাতদিনের সেরা