kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

ফিলিস্তিনের প্রতি ম্যান্ডেলার নাতির সংহতি

ইসলামী জীবন ডেস্ক   

১১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের মহান নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ও দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট সদস্য চিফ জুভেলিভিল ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সংহতি জানিয়েছেন। তিনি তুরস্কের ‘ডেমোক্রেসি, ফ্রিডম অ্যান্ড দ্য ইম্পরটেন্স অব লিডারশিপ: লেসনস ফর অ্যা বেটার ওয়ার্ল্ড’ শীর্ষক সেমিনারে কথা বলার সময় এই সংহতি ব্যক্ত করেন।

ফিলিস্তিন সংকটে তুরস্কের ভূমিকারও প্রশংসা করেন জুভেলিভিল। তিনি বলেন, ‘আমাদের উচিত তুর্কি নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শন করা। কেননা তারা সংকটকালে ফিলিস্তিনিদের পাশে আছে। যা এই অঞ্চলের অন্য মুসলিম নেতারা অনুসরণ করতে পারে।’

জুভেলিভিল ‘আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস’-এর একজন জনপ্রতিনিধি। তিনি ফিলিস্তিনকে ঔপনিবেশিক আমলের দক্ষিণ আফ্রিকার সঙ্গে তুলনা করে বলেন, ‘ঔপনিবেশিক আইনের সাউথ আফ্রিকান নেটিভ ল্যান্ড অ্যাক্ট ১৯১৩ এবং এর ১৯৩৬ সালের সংশোধনী দক্ষিণ আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গদের সংখ্যালঘুতে পরিণত করে।’

সূত্র : আনাদুলু এজেন্সি

মন্তব্যসাতদিনের সেরা